Tuesday, October 27, 2009

HOT CELEBRETY SECRET


audio realese of "3rd person singular number"




keram 2nd part, comilla




"amare du'dondo shanti diyechilo.."





shooting at 1st date set



autograph..(ki likhi..)



riharsale: shooting frm "keram 2nd part"




kothao amar hariye jabar nei mana.. ghume ghume...



eikhane darao.. eivabe.. eivabe takao.. thikase!?



aaj ami shukhi..

sun koi.. sun ase..




ei emne chai emne.. eita thik eita chai.. borabor...



ohh! ummah..



"ainate oi mukh dekhbe jokhon...."



kisu jai kisu jainaa..



ki jani holo.. amr ki holo..




chomotkaar!!



asi shukhe.. iccha kore theke jai.. eikhane.. "" tomra jekhane shadh chole jao.. ami roye jabo ei banglai..




ekta jomi kine bari korbo.."iccha kore porandare gamsa diya baandhiiiiiiiiiii!!!!!!!!!"



set of un-manush



ji je.. rj tini



maap thikase to babuaa..


বুধবার | ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০০৯ | ১৫ আশি্বন ১৪১৬ | ১০ শাওয়াল ১৪৩০
সার্চ
আর্কাইভ
দিন :
মাস :
সাল :
আনন্দ প্রতিদিন
আনন্দ প্রতিদিন -এর আর্কাইভ
পুসান চলচ্চিত্র উৎসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
0.68%
গড় রেটিং:
রেটিং :
Bookmark and Share
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মোস্তফা সরয়ার ফারুকীর 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার' ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার পুসান চলচ্চিত্র উৎসবে। এশিয়ার সবচেয়ে বড় এবং সমালোচকদের দৃষ্টিতে বিশ্বের প্রথম সারির চলচ্চিত্র উৎসবগুলোর একটি হিসেবে বিবেচিত হয় পুসান চলচ্চিত্র উৎসব। এই প্রথম বাংলাদেশের কোনো চলচ্চিত্র পুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ছবিটি দেখানো হবে উইনডোজ অন এশিয়ান সিনেমা সেকশনে। এ বিভাগের অফিসিয়াল সিলেকশন লিস্টের ভূমিকায় বলা হয়েছে, 'ছবিটি বাংলাদেশের প্রচলিত সব ধরনের সিনেমার ধারা থেকে বেরিয়ে নতুন পদছাপ রেখেছে এবং একই সঙ্গে অনেক নতুন প্রত্যাশারও জন্ম দিয়েছে।' ছবিটি উৎসবে প্রদর্শন হবে আগামী ১০ ও ১৩ অক্টোবর। ১৩ অক্টোবর শো শেষে দর্শক এবং সমালোচকদের প্রশ্নের উত্তর দেবেন ছবিটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। পরিচালক সূত্রে জানা গেছে, আরও বেশকিছু সম্মানজনক চলচ্চিত্র উৎসব থেকে ছবিটির ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ছবিটি মুক্তির বিষয়ে পরিচালক জানান, আগামী কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা চলছে।



বৃহস্পতিবার | ঢাকা ১ অক্টোবর ২০০৯ | ১৬ আশি্বন ১৪১৬ | ১১ শাওয়াল ১৪৩০
সার্চ
আর্কাইভ
দিন :
মাস :
সাল :
নন্দন
নন্দন -এর আর্কাইভ
'আমি সবসময় কাজের এরিয়া পরিবর্তন করেছি'
0.69%
গড় রেটিং:
রেটিং :
Bookmark and Share
এবার ঈদে প্রচারিত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত টেলিছবি 'মা-য়া' প্রশংসিত হয়েছে। অন্যদিকে মুক্তির অপেক্ষায় আছে তার নতুন চলচ্চিত্র 'থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার'। এবারের নন্দন আড্ডার মুখোমুখি হয়েছেন তিনি। সূত্রধর গোলাম রাব্বানী
আপনি তো প্রতি বছর ঘুমিয়ে ঈদ কাটান। এবার কি ব্যতিক্রম ছিল?
না। ঈদের আগের দিন সারারাত আমার 'মা-য়া' নাটকের সম্পাদনার কাজে ব্যস্ত ছিলাম। ভোর ৪টায় ঘরে ফিরি। তারপর ঘুম। ঘুম থেকে উঠি বিকেলে। এভাবেই আমার ঈদের দিন শুরু। কয়েকজন প্রিয় মানুষের ঘরে গিয়েছিলাম বেড়াতে।
'মা-য়া' আপনার চেনা ঢঙের কাজের বাইরের নাটক। এটি কি ইচ্ছে করেই করা?
আমি আগে যা করেছি, এখন আর তা করতে চাই না। প্রতিনিয়ত আমার কাজের এরিয়া পরিবর্তন করেছি। ২০০০ সালে যা করেছি, ২০০৩ সালে কখনওই তা করিনি। ২০০৩ সালে যা করেছি ২০০৯ সালে এসে তা করছি না। এখন যা করছি ২০১১ সালে তা করব না। এ ক্ষেত্রে আমি দর্শকদের একটা বড় ধন্যবাদ দিতে চাই। তারা কখনওই আমাকে একই কাজের বৃত্তে আটকে রাখতে চাননি। আমি যতবার নতুন রাস্তায় এসেছি, তারা সানন্দে সেটি গ্রহণ করেছেন। '৫১বর্তী', '৬৯'-এর পর '৪২০' একদমই ভিন্ন কাজ। তারা অখুশি না হয়ে বরং খুশিই হয়েছেন। আমার স্থির বিশ্বাস তারা আমার কাছ থেকে একই কাজ বারবার চান না।
একটা সময় পর্যন্ত দর্শক আপনার নাটকে মজা খুঁজত। এখন কি খোঁজে বলে মনে হয়?
আমার দর্শক আমার কাছে শুধু মজাই খোঁজে না; তারা আমার কাছে কষ্ট, বিরহ, টানাপড়েনের গল্পও দেখতে চায়। 'মা-য়া' প্রচারের পর আমার মুঠোফোনে প্রায় তিনশ' এসএমএস এসেছে। প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছে।
এ ঈদে কোন কোন নাটক-টেলিছবি ভালো লেগেছে?
সত্যি কথা বললে নুরুল আলম আতিকের 'এ জার্নি বাই বোট', অমিতাভ রেজার 'ইজ ইকুয়াল টু', মেজবাউর রহমান সুমনের 'তারপরেও আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে'। এছাড়া ইফতেখার আহমেদ ফাহমি তার 'অসুখ'-এ নতুন কিছু তুলে ধরার চেষ্টা করেছেন।
গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে আপনি সিরিয়াসধর্মী গল্পের নাটক নির্মাণ করছেন। এর কারণ কী?
আমি সবসময় সিরিয়াস, নন-সিরিয়াস নানা ঘরানায় কাজ করেছি। ১৯৯৯ সালে 'প্রত্যাবর্তন' যেমন করেছি, ২০০০ সালে 'কানামাছি'ও তেমন করেছি। আমি আসলে কিছুদিন পরপর নতুন নতুন পথ ধরতে চাই। তা না হলে ক্লান্ত লাগে। একই পথে বারবার যেতে ভালো লাগে না।
দেশ টিভিতে প্রচারিত আপনার ছবিয়াল সন্ধ্যায় এখন পুরনো নাটকগুলো পুনঃপ্রচার করা হচ্ছে। ছবিয়াল সন্ধ্যা কি বন্ধ হয়ে যাচ্ছে?
এটি চালানোর জন্য যে পরিমাণ সময়, অর্থ আর উদ্যোগ প্রয়োজন_ এ তিনের সমন্বয় ঘটাতে পারছি না।
এবারের ঈদ অনুষ্ঠান নিয়ে আপনার মন্তব্য কী?
চ্যানেলগুলোর ঈদ আয়োজনের সবই কম-বেশি ভালো লেগেছে। একমাত্র বিজ্ঞাপন বিরতি ছাড়া সবই ভালো।
আমাদের দেশে এখন যে ধরনের টিভি নাটক নির্মাণ হচ্ছে তা নিয়ে আপনার মন্তব্য কী?
অনেক নবীন ও প্রতিভাবান নির্মাতা এসেছেন, যারা






World premiere of ‘Third Person
Singular Number’ October 10

Cultural Correspondent

The world premiere of Mustafa Sarwar Farooki’s latest film ‘Third Person Singular Number’ will be held on October 10 in the Pusan International Film Festival 2009 in the port city Busan in South Korea.
The festival will begin on October 8 and will continue till October 16.
Pusan International Film Festival is considered one of the biggest festivals in Asia and also one of the prestigious festivals in the world.
According to the director of the film, this is the first time that any Bangladeshi feature film has been selected for screening in the Pusan International Film Festival.
The film will be screened in the Windows on Asian Cinema section to be held from October 10 to October 13.
The festival authorities think that the film has been made in an unconventional way and it will create new hopes among the viewers.
Mustafa Sarwar Farooki told New Age, ‘It is a prestigious achievement not only for me but also for the whole country’.
He also said that the film would be screened in different cinema halls in Bangladesh on the occasion Eid-ul- Azha.