বৃহস্পতিবার | ঢাকা ১ অক্টোবর ২০০৯ | ১৬ আশি্বন ১৪১৬ | ১১ শাওয়াল ১৪৩০
নন্দন
এবার ঈদে প্রচারিত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত টেলিছবি 'মা-য়া' প্রশংসিত হয়েছে। অন্যদিকে মুক্তির অপেক্ষায় আছে তার নতুন চলচ্চিত্র 'থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার'। এবারের নন্দন আড্ডার মুখোমুখি হয়েছেন তিনি। সূত্রধর গোলাম রাব্বানী
আপনি তো প্রতি বছর ঘুমিয়ে ঈদ কাটান। এবার কি ব্যতিক্রম ছিল?
না। ঈদের আগের দিন সারারাত আমার 'মা-য়া' নাটকের সম্পাদনার কাজে ব্যস্ত ছিলাম। ভোর ৪টায় ঘরে ফিরি। তারপর ঘুম। ঘুম থেকে উঠি বিকেলে। এভাবেই আমার ঈদের দিন শুরু। কয়েকজন প্রিয় মানুষের ঘরে গিয়েছিলাম বেড়াতে।
'মা-য়া' আপনার চেনা ঢঙের কাজের বাইরের নাটক। এটি কি ইচ্ছে করেই করা?
আমি আগে যা করেছি, এখন আর তা করতে চাই না। প্রতিনিয়ত আমার কাজের এরিয়া পরিবর্তন করেছি। ২০০০ সালে যা করেছি, ২০০৩ সালে কখনওই তা করিনি। ২০০৩ সালে যা করেছি ২০০৯ সালে এসে তা করছি না। এখন যা করছি ২০১১ সালে তা করব না। এ ক্ষেত্রে আমি দর্শকদের একটা বড় ধন্যবাদ দিতে চাই। তারা কখনওই আমাকে একই কাজের বৃত্তে আটকে রাখতে চাননি। আমি যতবার নতুন রাস্তায় এসেছি, তারা সানন্দে সেটি গ্রহণ করেছেন। '৫১বর্তী', '৬৯'-এর পর '৪২০' একদমই ভিন্ন কাজ। তারা অখুশি না হয়ে বরং খুশিই হয়েছেন। আমার স্থির বিশ্বাস তারা আমার কাছ থেকে একই কাজ বারবার চান না।
একটা সময় পর্যন্ত দর্শক আপনার নাটকে মজা খুঁজত। এখন কি খোঁজে বলে মনে হয়?
আমার দর্শক আমার কাছে শুধু মজাই খোঁজে না; তারা আমার কাছে কষ্ট, বিরহ, টানাপড়েনের গল্পও দেখতে চায়। 'মা-য়া' প্রচারের পর আমার মুঠোফোনে প্রায় তিনশ' এসএমএস এসেছে। প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছে।
এ ঈদে কোন কোন নাটক-টেলিছবি ভালো লেগেছে?
সত্যি কথা বললে নুরুল আলম আতিকের 'এ জার্নি বাই বোট', অমিতাভ রেজার 'ইজ ইকুয়াল টু', মেজবাউর রহমান সুমনের 'তারপরেও আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে'। এছাড়া ইফতেখার আহমেদ ফাহমি তার 'অসুখ'-এ নতুন কিছু তুলে ধরার চেষ্টা করেছেন।
গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে আপনি সিরিয়াসধর্মী গল্পের নাটক নির্মাণ করছেন। এর কারণ কী?
আমি সবসময় সিরিয়াস, নন-সিরিয়াস নানা ঘরানায় কাজ করেছি। ১৯৯৯ সালে 'প্রত্যাবর্তন' যেমন করেছি, ২০০০ সালে 'কানামাছি'ও তেমন করেছি। আমি আসলে কিছুদিন পরপর নতুন নতুন পথ ধরতে চাই। তা না হলে ক্লান্ত লাগে। একই পথে বারবার যেতে ভালো লাগে না।
দেশ টিভিতে প্রচারিত আপনার ছবিয়াল সন্ধ্যায় এখন পুরনো নাটকগুলো পুনঃপ্রচার করা হচ্ছে। ছবিয়াল সন্ধ্যা কি বন্ধ হয়ে যাচ্ছে?
এটি চালানোর জন্য যে পরিমাণ সময়, অর্থ আর উদ্যোগ প্রয়োজন_ এ তিনের সমন্বয় ঘটাতে পারছি না।
এবারের ঈদ অনুষ্ঠান নিয়ে আপনার মন্তব্য কী?
চ্যানেলগুলোর ঈদ আয়োজনের সবই কম-বেশি ভালো লেগেছে। একমাত্র বিজ্ঞাপন বিরতি ছাড়া সবই ভালো।
আমাদের দেশে এখন যে ধরনের টিভি নাটক নির্মাণ হচ্ছে তা নিয়ে আপনার মন্তব্য কী?
অনেক নবীন ও প্রতিভাবান নির্মাতা এসেছেন, যারা
আপনি তো প্রতি বছর ঘুমিয়ে ঈদ কাটান। এবার কি ব্যতিক্রম ছিল?
না। ঈদের আগের দিন সারারাত আমার 'মা-য়া' নাটকের সম্পাদনার কাজে ব্যস্ত ছিলাম। ভোর ৪টায় ঘরে ফিরি। তারপর ঘুম। ঘুম থেকে উঠি বিকেলে। এভাবেই আমার ঈদের দিন শুরু। কয়েকজন প্রিয় মানুষের ঘরে গিয়েছিলাম বেড়াতে।
'মা-য়া' আপনার চেনা ঢঙের কাজের বাইরের নাটক। এটি কি ইচ্ছে করেই করা?
আমি আগে যা করেছি, এখন আর তা করতে চাই না। প্রতিনিয়ত আমার কাজের এরিয়া পরিবর্তন করেছি। ২০০০ সালে যা করেছি, ২০০৩ সালে কখনওই তা করিনি। ২০০৩ সালে যা করেছি ২০০৯ সালে এসে তা করছি না। এখন যা করছি ২০১১ সালে তা করব না। এ ক্ষেত্রে আমি দর্শকদের একটা বড় ধন্যবাদ দিতে চাই। তারা কখনওই আমাকে একই কাজের বৃত্তে আটকে রাখতে চাননি। আমি যতবার নতুন রাস্তায় এসেছি, তারা সানন্দে সেটি গ্রহণ করেছেন। '৫১বর্তী', '৬৯'-এর পর '৪২০' একদমই ভিন্ন কাজ। তারা অখুশি না হয়ে বরং খুশিই হয়েছেন। আমার স্থির বিশ্বাস তারা আমার কাছ থেকে একই কাজ বারবার চান না।
একটা সময় পর্যন্ত দর্শক আপনার নাটকে মজা খুঁজত। এখন কি খোঁজে বলে মনে হয়?
আমার দর্শক আমার কাছে শুধু মজাই খোঁজে না; তারা আমার কাছে কষ্ট, বিরহ, টানাপড়েনের গল্পও দেখতে চায়। 'মা-য়া' প্রচারের পর আমার মুঠোফোনে প্রায় তিনশ' এসএমএস এসেছে। প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছে।
এ ঈদে কোন কোন নাটক-টেলিছবি ভালো লেগেছে?
সত্যি কথা বললে নুরুল আলম আতিকের 'এ জার্নি বাই বোট', অমিতাভ রেজার 'ইজ ইকুয়াল টু', মেজবাউর রহমান সুমনের 'তারপরেও আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে'। এছাড়া ইফতেখার আহমেদ ফাহমি তার 'অসুখ'-এ নতুন কিছু তুলে ধরার চেষ্টা করেছেন।
গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে আপনি সিরিয়াসধর্মী গল্পের নাটক নির্মাণ করছেন। এর কারণ কী?
আমি সবসময় সিরিয়াস, নন-সিরিয়াস নানা ঘরানায় কাজ করেছি। ১৯৯৯ সালে 'প্রত্যাবর্তন' যেমন করেছি, ২০০০ সালে 'কানামাছি'ও তেমন করেছি। আমি আসলে কিছুদিন পরপর নতুন নতুন পথ ধরতে চাই। তা না হলে ক্লান্ত লাগে। একই পথে বারবার যেতে ভালো লাগে না।
দেশ টিভিতে প্রচারিত আপনার ছবিয়াল সন্ধ্যায় এখন পুরনো নাটকগুলো পুনঃপ্রচার করা হচ্ছে। ছবিয়াল সন্ধ্যা কি বন্ধ হয়ে যাচ্ছে?
এটি চালানোর জন্য যে পরিমাণ সময়, অর্থ আর উদ্যোগ প্রয়োজন_ এ তিনের সমন্বয় ঘটাতে পারছি না।
এবারের ঈদ অনুষ্ঠান নিয়ে আপনার মন্তব্য কী?
চ্যানেলগুলোর ঈদ আয়োজনের সবই কম-বেশি ভালো লেগেছে। একমাত্র বিজ্ঞাপন বিরতি ছাড়া সবই ভালো।
আমাদের দেশে এখন যে ধরনের টিভি নাটক নির্মাণ হচ্ছে তা নিয়ে আপনার মন্তব্য কী?
অনেক নবীন ও প্রতিভাবান নির্মাতা এসেছেন, যারা
No comments:
Post a Comment