Tuesday, October 27, 2009



বুধবার | ঢাকা ৩০ সেপ্টেম্বর ২০০৯ | ১৫ আশি্বন ১৪১৬ | ১০ শাওয়াল ১৪৩০
সার্চ
আর্কাইভ
দিন :
মাস :
সাল :
আনন্দ প্রতিদিন
আনন্দ প্রতিদিন -এর আর্কাইভ
পুসান চলচ্চিত্র উৎসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
0.68%
গড় রেটিং:
রেটিং :
Bookmark and Share
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত মোস্তফা সরয়ার ফারুকীর 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার' ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার পুসান চলচ্চিত্র উৎসবে। এশিয়ার সবচেয়ে বড় এবং সমালোচকদের দৃষ্টিতে বিশ্বের প্রথম সারির চলচ্চিত্র উৎসবগুলোর একটি হিসেবে বিবেচিত হয় পুসান চলচ্চিত্র উৎসব। এই প্রথম বাংলাদেশের কোনো চলচ্চিত্র পুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ছবিটি দেখানো হবে উইনডোজ অন এশিয়ান সিনেমা সেকশনে। এ বিভাগের অফিসিয়াল সিলেকশন লিস্টের ভূমিকায় বলা হয়েছে, 'ছবিটি বাংলাদেশের প্রচলিত সব ধরনের সিনেমার ধারা থেকে বেরিয়ে নতুন পদছাপ রেখেছে এবং একই সঙ্গে অনেক নতুন প্রত্যাশারও জন্ম দিয়েছে।' ছবিটি উৎসবে প্রদর্শন হবে আগামী ১০ ও ১৩ অক্টোবর। ১৩ অক্টোবর শো শেষে দর্শক এবং সমালোচকদের প্রশ্নের উত্তর দেবেন ছবিটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। পরিচালক সূত্রে জানা গেছে, আরও বেশকিছু সম্মানজনক চলচ্চিত্র উৎসব থেকে ছবিটির ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ছবিটি মুক্তির বিষয়ে পরিচালক জানান, আগামী কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা চলছে।

No comments:

Post a Comment