Thursday, December 10, 2009

"থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার" আগামীকাল শুক্রবার মুক্তি পাবে



আগামীকাল শুক্রবার মুক্তি পা
চ্ছে মোস্তফা সরয়ার ফারুকী'র "থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার"

মেয়েটির
নাম রুবা।
একটি মেয়ে সমাজে একা চলতে গিয়ে প্রতিবন্ধকতার মধ্যে পড়ে। সমাজের মানুষগুলো মেয়েটিকে কী চেখে দেখে, তার সামাজিক অবস্থানটা কোথায় থাকে? রুবা জীবনে আসে ভালোবাসা। কিন্তু ভালোবাসার মানুষ মুন্না খুনের দায়ে জেলে অন্তরিণ হয়। তখনই মেয়েটির জীবনে নেমে আসে আরেক দফা বিপর্যয়। প্রতিকূলতাকে ছাপিয়ে মেয়েটি বেঁচে থাকার জন্য যুদ্ধ করে।
দ্বিতীয় ধাপে দেখা যায়, মুন্না ফিরে আসে রুবা কাছে। কিন্তু ততক্ষণে যেন সবকিছুই এলোমেলো হয়ে যায়। মুন্না মনে সন্দেহ হয় রুবাকে নিয়ে। এবার রুবা মনঃকষ্টে পুড়তে থাকে। শুরু হয় আরেক দফা যুদ্ধ। সে তাহলে এখন কী করবে?

রুবা মুন্না মধ্যে সম্পর্কটা কী?
ছবিটি আগামীকাল মুক্তি পেলেও ছবির গান কিন্তু অনেক আগেই শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

অভিন
য়ে: তপু, মোশাররফ করিম তিশা

No comments:

Post a Comment